পারবে নাকি আমায় ভালোবাসতে
তোমার আগের মতো আপন করে
আমি তো আগের মতো নেই আমি
রিক্ত হাতে ঘুরছি শুধু নানান দূয়ারে।


সময় আমার নেই যে ভালো এখন
যেমন ছিল তোমার সাথে বসে
কত কথার ফুলঝুরি আর বাদাম
ফিরে যেতাম নানান কথার শেষে।


অন্ধকারে বন্ধ ঘরে বসেই থাকি
চলতে পারিনা সেই আগের মতো
ক্রাচটা আমার দাড়িয়ে এক পাশে
হারিয়ে গেছে হাঁটার শক্তি যতো।


একটা সময় অনেক বন্ধু ছিল
এখন সবাই ছেড়ে চলে গেছে
প্রতিবন্ধী আমি এই পৃথিবীতে
কেউ নেই আজ যারা ছিল কাছে।


তুমিও কি সেই আগের মতো আছো
নাকি ব্যাস্ততাতে দিনগুলো সব কাটে
হয়তো তোমার নেই মনে আর আমাকে
অতীত স্মৃতি ঘুরছে মনের দৃশ্যপটে।