বসি নদীকুলে       নয়নের জলে
     বঁধু কি আসবে ঘরে ;
কি বিষম জ্বালা    একি ছলা কলা
     পেয়েও আরায় তোরে !
নিন্দা যে হায়       পিছু পিছু ধায়
      মুখে কথা নাহি সরে ;
কেমন পিরিতি   কাটে না যে রাতি
      সদা দেখি জলাধারে
যুদ্ধের ও অসি     মর্মেতে বসি
      শোনালে বিদায় গান ;
আমি অভাগিনী     প্রেম অনাথিনী
        আকূল করি পরান ।
ঘুমাও হে প্রিয়    সাড়া টুকু দিও
       মোরে শুধু নিশিদিন !
রইলো গোলাপ    করবো আলাপ
        একান্তে হব লীন,
সীমান্ত দ্বারি         কভু নাহি ডরি
       প্রিয়তমাসু যে আমি,
দেশপ্রেম খেলা   পড়ে আসে বেলা
      প্রেমেতে প্রনতি স্বামী !
সাজানো পুঞ্জ         প্রেম নিকুঞ্জ
       ভঞ্জু বারতা দোলায় ;
কেন প্রিয় এলে    হেন বিউগেলে
          ফুল চতুর্দোলায় ।
নয়নে নয়নে      তুমি নিরজনে
         কয়ো কথা রঞ্জন !
আমি নন্দিনি      প্রেম অনাথিনী
          বিরহ গুঞ্জরন!
রক্ত  করবি          রিক্ত পূরবি
      কাদেঁ এ মন -মানসী
সোনার সে তরী    কে নিল হেরী
          চিত্ত বিত্তে বসি ।।