বসন্তের খোলা হাওয়ায় এক চিলতে মেঘ
হঠাত্‍ আমায় দিল দেখা,চড়ালো উদ্বেগ।
ভাবি আমি মনে মনে,কি হয় কি হয়---
মিথ্যা নয় জানি,ছিলও একটু ভয়!
তবু আমি সাহস করে শুধালাম তারে --
"কী বলতে চাও তুমি এসে শির 'পরে ?
জানোনা এখন বসন্ত ;  কেন এলে খালি?
সৌন্দর্য্যের এই ঋতুটাকেও মাখাতে চাও কালি?"


এই না শুনে বলল সে আমায় হেসে হেসে --
আমি নাকি ধন্য তোমায় ভালোবেসে !
"এ তো ভাই আমিও জানি, তুমি তবে কেন?
সারাজীবন থাকবো সাথে, সব সময় জেনো !
চেয়ে দ্যাখো প্রকৃতিটা লাগছে কত মনোরম
সাথে আছে প্রিয়া আমার, সবই তাই নিরূপম।
থাকলে প্রিয়া সাথে আমার সবই লাগে ভালো
পৃথিবীটা কত সুন্দর, ঝলমলে আলো !"


তখন সে গুড়গুড়িয়ে উঠল আবার ডাকি --
"আর কি কিছু আছে বলার আছে কিছু বাকি?
তোমার প্রিয়ার প্রেমে আমিও ফেঁসে গেছি ভাই
এই বসন্তেও না এসে আছে কি উপায়?
তোমরা খুবই সুন্দর, ভাল লেগেছে মোর
সাথে থেকো পরস্পর সারাজীবন ভর।
একেই বলে প্রেম, বিধাতারই সৃষ্টি ---
তোমাদের দিলাম উপহার -- একমুঠো বৃষ্টি !!"



----ঝন্টু মণ্ডল . ০৫/০৪/২০০৯ -৩:৩০pm