জানলা দিয়ে চোরা ফাঁকে
সূর্য্য মারে উঁকি
কাল গেছে ভাইফোঁটা
আজ কিছু পাই কি!!
আজ জম্পেশ খাওয়া দাওয়া
হজমোলাও রেডি
"কাঁথা ছেড়ে ওঠ রে খোকা
বাজারে যা দিকি।
ভাল করে বেছে বেছে
সব্জি নিস টাটকা
মাংস নিস কেজি খানেক
রুই গোটা একটা!
যা যা করিসনি দেড়ি
বেলা উঠছে মাথায়!"
ভোরের ঘুম কেঁচিয়ে গ্যালো
মায়ের কটা কথায়।


ব্যাজার মুখে চোখ ডলে
বাজার-থলে হাতে
পার্সনাল সাইকেলে বাজিয়ে বেল
চেপে বসলাম তাতে।
বাজার গিয়ে উড়লো ঘুম
চক্ষু চড়কগাছ
কোথায় পানি কোথায় জল
আগুন সবই আজ!
কোথায় সেই নজরদারী
কোথায় তেরোর বাঁধন?
সবই শুধু ফাঁকা আওয়াজ
ফ্রিজ পকেট এখন!


কোনমতে মাছ-সবজিতে
ভরালাম থলিখান
মায়ের কথা রাখতে গিয়ে
আমি খোলা ময়দান!
তোমরাও এসো আজ কিন্তু
রইলো নিমন্ত্রণ---
যা আছে তাই দিয়েই
মিলেমিশে খাবোখন।


----ঝন্টু মণ্ডল . ০৬/১১/২০১৩ -৭:৩০am