ভাগ্যিস খুঁজে পাইনি কলম
ভাগ্যিস কেনা হয়নি ডায়েরী আজও
তাই হয়নি নেওয়া রেজোলিউশনস
তাই হয়নি কেনা ভালোবাসা


তাই চোখ গিয়েছে পথে
মন কেঁপেছে একাকি শীত-রাতে
শ্মশানে পড়ে থাকা ধর্ষিতা মেয়েটির
অর্ধদগ্ধ লাশের সাথে l
পালাতে চেয়েছিল,বাঁচতে চেয়েছিল নতুন বছরে
নতুন করে
পারেনি


মন বসেনি বনভোজনে
ধরা হয়নি ফ্লাইওভার তাই l
ক্ষয়ে যাওয়া ইঁটের রাস্তা ধরে হেঁটেছি আজ
বেশ কিছুটা
চোখে মুখে নাকে ঢুকেছে লাল ধুলো
তাই দেখা হয়নি সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে
আমাকে ঠিক কেমন লাগে,
আর কতটা নিখুঁত হলে
মানাবে তোর সাথে


ভাগ্যিস ফোনে পাইনি তোকে
ভাগ্যিস প্ল্যান ছিলনা নিকোপার্কে
তাই বসে ছিলাম ন্যাড়া আমড়া গাছটার
বেড়িয়ে আসা শিকড়ে
সূর্য্য যখন গলছিলো পশ্চিমে


একদল ছেলে,একটা গাড়ি,গমগমে মিউজিক
আর এলকোহলের বন্যা
অন্যদিকে ছাগলের দড়ি হাতে এক শিশু
আরেকটু ঘাসের খোঁজে


বুঝিনি কোনটা জীবন
বুঝিনি তুই, না আমি


ভাগ্যিস রাখা হয়নি মাথা তোর কোলে
ভাগ্যিস ডোবা হয়নি তোর ঠোঁটে
তাই স্বাদ পেলাম বিভ্রান্তির
তাই আমি বোকা


----ঝন্টু মণ্ডল . ০১/০১/২০১৪ -১১:৩০pm