কবি তুমি কাব্য লেখ রাতের ঘুম বেচে
কবি তুমি কাব্য লেখ ক্লান্ত দিনের হিসেব নিকেষ শেষে,  তোমার কাব্য কথা বলে কবি,
ক্লান্ত আমার সাথে,কখনো হাসায় ,কখনো
বিরহে কাতর হই,কখনো বা প্রেম সাগরে ভেসে যাই,
ঠিক বুঝিনা কি মিশিয়ে কাব্য করো তুমি,
তোমার কাব্যের পাতা গুলো একে একে খুলে পড়ি,
কষ্টে বুক টা বিদীর্ণ হয়ে যায়,প্রশ্ন জাগে মনে,
এত কষ্ট জমাট বেঁধে আছে ওই বুকে??
এত নৈরাশ্য এত অপ্রাপ্তি এত বেদনা এত হাহাকার
নিয়ে কোনো মাণুষ কি সত্যি বাঁচতে পারে??
তাই তো তোমায় মাণুষ ভেবে ভুল করিনা,
পাষাণ পাথরের নির্বিকার বাকহীন দেব মূর্তি তুমি।
চন্দন পালঙ্কে শুয়ে শরীরে বিষের কাঁটা ফোটে,
আমি সহ্য করতে পারিনা না বলা মনের এত যন্ত্রণা
মাঝে মাঝে মনে হয়,সব সুখের বাঁধন ছিঁড়ে ফেলে
ছুটে যাই,সমাজ নীতির পরোয়া না করে ,
ক্ষতবিক্ষত ওই বুকে,  উন্মুক্ত সুখে সব উষ্ণতা
উজাড় করে  , শুধু তোমার নামে হই ,হ্যাঁ কবি
শুধু তোমার নামে অন্তত হই কলঙ্কীনি,কলঙ্কীনি রাই।