সত্যি ওরা বদলায় নির্নিমেষে
অনুভবের বাইরে,এক্কেবারে অগোচরে ,
প্রতিনিয়ত ওরা বদলায়।
এই তো সেদিন পৃথিবীর আলো দেখলো,
কথা ফুটতো না মুখে
ফুলের মত হাত পা গুলো
অসহায় সাবলীল ,
দিন যায় রাত আসে ,প্রকৃতির নিয়মে
ফুল ফল পাতার মত ই সুঠাম শরীর ধারণ করে ,
অতি সাবলীল ভাবেই বিস্মৃত হয়
তাদের শিকড়,অস্তিত্ব ধারণকারীকে,
এ যেন তাদের অধিকার,
একে একে জীবন পায় পূর্ণতা ,
তারপর ??
একদিন একেবারে নির্বিকার চিত্তে
অতি সাবলীল ভাবে  সব দায়িত্ব থেকে
মুক্ত  হওয়ার প্রচেষ্টা জারি,
সত্যি সত্যি ওরা বদলায়
অনুভবের বাইরে ,ধরা ছোঁয়ার বাইরে
বিশ্বাসের জাল ছিন্ন করে ওরা বদলায়!