মন  বলে,সদ্য স্নান সেরে এলোচুলে ,
এলোশাড়িতে  ,ভিজে চুলের জল তোমার চোখে মুখে বুকে ছিটিয়ে দিয়ে ,গরম চায়ের কাপ হাতে নিয়ে ,
তোমার ঘুম ভাঙাবো।
ইচ্ছে করে, ঝাল ঝোল শুক্তো পঞ্চ ব্যঞ্জন  রেঁধে মনেরসাধ মিটিয়ে যতন ভরে তোমায় খাওয়াবো,
মন বলে  ফাগুনী সাঁঝেরবেলায়,
চাঁদের হাসি গায়ে মেখে তোমার হাতের আলতো
ছোঁয়ায় মন প্রাণ সব ভরিয়ে নেব,
ইচ্ছে হয় খুব খুব,বুকে তোমার মুখ ঢুকিয়ে
তোমার গায়ের মিষ্টি গন্ধ এক নিমেষে শুষে নেব,
আবার সারাদিনের কাজের শেষে যখন
ক্লান্ত ঘর্মাক্ত তুমি,কোলের উপর তোমার মাথা নিয়ে
হাত বুলাতে বুলাতে তোমার লেখা কবিতা  গুলো
শুনাতে শুনাতে তোমায় ঘুম পাড়াবো,
বড় সাধ হয় জানো???
তোমার ভালোবাসায় রঙিন হয়ে ,তোমার গায়ের
মিষ্টি গন্ধ গায়ে মেখে,
অতিপবিত্রতায় অতি যতনে তোমার ভালবাসা কে করবো ধারণ,যখন থাকবে না কোন ই
নিষেধ বারণ, জানি  না এ মনের এত সাধ
আদৌ কোনোদিন পূরণ হবে  কি না,
তবু ও জনম জনম ধরে প্রতীক্ষার আঁচল পেতে রইব পথ চেয়ে ,হ্যাঁ শুধু তুমি শুধু তুমি
শুধু তোমার ই প্রতীক্ষায় ।