আই লো রে আইলো আজিকে সেই খুশির দিন
নববর্ষ! তব আগমনে চিত্তে বাজে তাক্ ধিনা ধিন।


তুমি আসবে বলে দিকে দিকে ওই রঙের বাহার ফুলেরা কথা কয়
পুষ্প পত্র বৃক্ষ শাখে যেন খুশির দোলা বয়।


তুমি আসবে বলে কাক ভোরে ওই গ্রাম্য বধূ আঙিনা নিকায়
সিদ্ধিদাতা গণেশ বন্দনায় আজিকে মেতে রয়।


তুমি আসবে বলে কিশোরী মন সেজেছে আজি বাউলিয়ার সাজ
নৃত্য গীতের ডালি লয়ে ভরালো ধরণীর চিত্ত মাঝ।


ঘরে ঘরে আজি  লুচির সুবাস ঘুঘনি পায়েস পিঠা
মাছ মাংসে র ভুরিভোজ সাথে মুখে বাহারি মিঠা।


ঘরে ঘরে আজি কীর্তন গান মুখে শ্রী হরিবোল
প্রভুর চরনে নিবেদন শুধু
নতুন বছরের প্রতি পাতা যেন বয়ে আনে খুশির দোল।


পুরাতন যত জীর্ণ পাতা যাক যাক ঝরে যাক যত
যত অপ্রাপ্তি প্রবঞ্চনা বিষাদ জ্বালা আজি অবসান পাক।


হে নববর্ষ !তব কোমল পরশে
সকল মলিন দাও ধুয়ে
হৃদ গগনে ফোটা ও গো ফুল অমল আলোর রেণু  বয়ে ।


নববর্ষ দাও হে নতুন সূর্য নতুন আলো
দুঃখ দৈন্য দূর করি আজি শান্তি প্রদীপ জ্বালো।


শ্রীগুরু  চরণে জানাই বিনতি করিকরজোড়ে বন্দনা
ভুলিয়া সকলি হিংসা বিদ্বেষ হোক নতুনের আনাগোনা।


কাছে দূরে আত্মিয় পরিজন যে যেথায়
বন্ধু বান্ধব সে সুধীজন  
গুরু চরণে  আকুল নয়নে জানাই আজিকে প্রার্থনা
নতুন বছরের প্রতি পাতা যেন  
সকলের তরে বয়ে আনে চির হর্ষ
শুভ হোক নববর্ষ শুভ হোক নববর্ষ।