সুন্দর তুমি
এসেছিলে আজিকে ভোরেররাতে
মোর আধেক  ঘুমে আধেক নয়ন পাতে।
স্বপন মাঝে  দেখিনু
তব মধুর কায়া খানি
দূরে তুমি দাঁড়ায়ে ছিলে
নাই বা কারন জানি।
কও নি কথা শুধু
একপলক চেয়েছিলে মোর পানে
নয়নে কি যে লুকিয়ে রেখেছ বিধাতা সে জানে
মুগ্ধ নয়নে তখন আমি
বাহির দুয়ার পানে।
নয়ন পানে চাহিয়া দেখিনু
বুঝি বলিবে অনেক কিছু
না বলিয়া চলিয়া গেলে
অভিমান করে পিছু।
নিদ্রা ভাঙিল প্রভাত  হইল
আইলো সকাল বেলা
তব না বলা সে কথার লাগি
সারাদিন বসি আপন মনের বিজন ঘরে
খেলিনু আমি কল্পজগতে রামধনু রং খেলা।