এ জনমে বোধহয় যোগ্যি ছিল না আমার,
সিঁথিতে তাই সিঁদুর দিলে না ভরি ।
পরজনমে তোমায় পাবার আশে
এখন থেকেই তিলে তিলে গড়ি ।


তখন তোমায় গান শোনাবো বলে,
রোজ সকালে গানের রেওয়াজ করি।
কাব্যধারায় তোমায় ভাসাবো বলে,
সে সাধণা ও এখন থেকেই করি।


তোমার চোখের আশ মেটাবো বলে,
শাড়ি পরার অভ্যেস টা ও করি।
পরজনমে তোমায় পাবার আশে,
তোমার মনের মত নিজেরে গড়ি।