হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে
অনুভবে অনুভবে যে নাম মিশে আছে প্রিয়,
এক সাগর গঙ্গা জলে অবগাহন করলে,
অথবা আগুনে ছাই হলেও,
জানি না সে নাম মুছে যাবে কিনা,
হয়তো বা থেকে  যাবে যুগ যুগান্তে,
সকলের অগোচরে,আমার আত্মার চির সঙ্গী হয়ে,
জানি না প্রিয়।
তবে একটা কথা কি জানো প্রিয়??
যদি দূর আকাশের পূর্ণিমা চাঁদ
তার অরূপ রূপ মাধুরী গুনের আলোক ছটায়
তোমার চোখের চৌকাঠ জয় করে
হৃদয়ে আসন পাতে,
সে বিরহের আগুন যে শরশয্যা কেও হার মানায়।
তাই হয়তো বা ঝলসে উঠে,তোমায় একটু দগ্ধ করি,সেই অপরাধে যদি বিদায় বাণী শোনাও,
আমি একটু ও কাঁদবো না জানো??
আমি চলে যাবো প্রিয়,তুমি যত দূরে চাও ,
তার থেকে অনেক অনেক দূরে,
তোমার ধরা ছোঁয়ার বাইরে,অনুভবের বাইরে,
জানি না কত টা ভালো থাকবো প্রিয়,
তবু তুমি চেয়েছ তাই,আমি চলে যাবো।
অমাবস্যার অন্ধকার হবো,
রাতের ঝিঁ ঝিঁ পোকার ডাক হবো,
শীতের রাতের বরফ হবো,
চৈত্রের তপ্ত রোদ হবো,
দেখবে তুমি ছুঁতে  ও চাইবে নাআমায়,
তোমার আকাশের নিষ্প্রভ এক তারা হবো,
থেকে যাবো তোমার চক্ষের একেবারে আড়ালে,
কথা দিলাম প্রিয়,চাও যখন তুমি,
তোমার মনের সুদূর পারে,
ছোট্ট দুঃখের নাও ভাসাবো,
বুক ভাসবে অথই জলে,
জীবনের নেশা স্তব্ধ হবে,তবু  তুমি চাও বলে,
তেপান্তরে  হারিয়ে যাবো,দিকচক্রবালে মিশে যাবো,
সত্যি বলছি মিলিয়ে নিও,আমি খুব খুব ভালো থাকবো।