দেহে তারুণ্য জৈবিক
মনে তারুণ্য ঈশ্বরিক।


দেহে বল, মনে যদি থাকে ঈশ্বর,
কিসের ভয় কিসের ডর?


তারুণ্যের কাছে নই কিছু ভয়ের হিমালয়, তারুণ্য হাসি মুখে পাড়ি দিবে পুরো জগৎ।


জয় হোক তারুণ্যের, জয় হোক তারুণ্যের পবিত্র মনোবলের।


অামরা তো চাই প্রবীণ সমাজের কাছে একটুখানির সমর্থন। তাহলে অামরা দেখাতে পারবো তারুণ্যের অসীম শক্তি ।


ভয় করে না ঘাত-প্রতিঘাত,
করে নাকো অন্যায়ের সামনে মাথা নত।


তারুণ্যই ৫২ এর ভাষা শহীদ, তারুণ্যই ৭১এর মুক্তিযুদ্ধা, তারুণ্যই কিরণ, দীপ্ত, নিলয়।


তারুণ্য উজ্জ্বল না হলে হয় না জাতি উজ্জ্বল,
তারুণ্যের শক্তির কাছে মাথা নত হয় অপশক্তি।