খাঁচা থেকে বের করলাম পাখিটাকে,
চুপিচুপি ।
ছাদের কার্ণিশে নিয়ে গেলাম,
ধীরেধীরে ।
ফিসফিস করে বললাম,
"উড়ে যা" ।


এক ঝটকায় উড়িয়ে দিলাম তাকে।
পাখিটা উড়ে চলল
মুক্তির ডানা মেলে, অনাবিল আনন্দে ।
উড়তে উড়তে মিলিয়ে গেল
নীল আকাশের বুকে, মেঘেদের দেশে ।
আমি চোখ মেলে দেখ্লাম,
শুধুই দেখলাম ।


ইস্ !
যদি আমিও একদিন ...