নিঃসঙ্গ নিশীথে আজও
ক্লান্ত দু'চোখ আমার
এখনও কেন তার প্রতীক্ষা করে ?
জানি এই গান
কোনোদিন শুনতে পাবেনা সে ।
জানি এই সুর
হারিয়ে যাবে পথের আঁধারে ।
তবুও ...


সেদিনও ছিল এমনই শীতরাত ।
হাড় হিম করা উত্তুরে হাওয়ার মত
সে এসেছিল জীবনে,
এসেছিল শরীরে, মনে ...
নিস্তব্ধ নিস্তেজ এই শরীরে,
খেলেছিল অদ্ভুত তড়িৎ্প্রবাহ ।
অঙ্গপ্রত্যঙ্গ কেঁপে উঠেছিল ।
জেগেছিল এক শিহরণ ,
প্রতিটা শিরায় - উপশিরায় ...
প্রচন্ড ঠান্ডার রাতেও
উত্তপ্ত হয়ে উঠেছিল শরীর ,
খুঁজে পেয়েছিল জীবনের অনন্য স্বাদ ।
তার বাহুবন্ধনে পূর্ণতা পেয়েছিল
আমার নারীত্ব ।
তার উষ্ণতায় বিভোর হয়ে
ভেঙে ফেলেছিলাম মর্যাদার সীমারেখা ।


আজও বারবার ইচ্ছে করে
তার দেহের ঘ্রাণ নিতে,
তার ওষ্ঠের স্বাদ নিতে ।
বুকের ভেতর অনুভব করি
তার প্রতিটা হৃদধ্বনি ।
নিস্পলক আঁখিদ্বয় আজও তাকে খোঁজে,
ক্ষুধার্ত দেহ , তৃষ্ণার্ত মন
সেই শীতরাতের স্বপ্ন দেখে ।
জানিনা সে কোথায় আজ ।
হয়তো কোনো দূরদেশে,
কিংবা হয়তো খুব কাছেই ।
জানি সে আসবেনা ফিরে,
জানি আমি, সবই জানি,
তবুও...