স্মৃতির ন্যাপকিনে মুখ মুছে বসে ভাবছি কত যে কথা
কত টুকু দিলে গুছে যেত তোর কষ্ট মনের ব্যাথা।


বিষাদে ছুঁয়েছে মন, নিজেকে ভেঙ্গেছি যত
শুনেছি ভালোই আছিস নাকি তুই, ভেবেছি শুধুই কত।


কত কথা মনে উঁকি দিয়ে যায়, ভুলব যে কি করে
আকাশের মেঘ হৃদয়ে জমে, অশ্রুতে গেছে ঝরে।


হৃদয়ের জল জমে জমে এক জলাশয় যদি হয়
মনের কালিমা ধুয়ে মুছে সাফ,উদাস আকাশের ক্ষয়।


উদাস আকাশ মনের কষ্টে যতটা হয়েছে নীল
খাঁ খাঁ বিরান তুই ছুঁয়ে দিলে ,নদী সমুদ্রের মিল।


নদী সমুদ্রের কল কলানি ধন্য জলের ধারা
তোর ছোঁয়া পেয়ে আকাশ টা দেখ, কেমন দিশেহারা।