ভয়ার্ত ক্লান্ত বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকি
     কোথাও কারো পরিত্রাণ নেই,
প্রতি রাতে কুকুরের কান্না শুনতে শুনতে
আমি ক্লান্ত, অনুভব করার মতো তীক্ষ্ণতা
ভয়াবহ মহামারী ছিনিয়ে নিয়েছে।


আমার শ্রবন সক্তির সাথে ইচ্ছে শক্তি ও লোপ পেয়েছে,
উদ্ভ্রান্ত এই আমি মাটি কামড়ে পরে থাকতে চাই।
দৃষ্টি শক্তি ও অস্তমিত,
   আজকাল চোখের সামনে অনেক কিছু দেখেও
          না দেখার মতো করে চলে যাই।
সমস্ত জীবনটাই মনে হচ্ছে  গোখরারা ফণা।


ক্লান্ত এই শহরটিতে কেউ নিশ্চিন্তে নেই।
অতিশয় কোলাহল ছেড়ে
   ঈশানের মেঘে ঢাকা আকাশে
    করুণ মুখে তাকিয়েছিলাম ,
রক্তাক্ত কাঁদায় পা পিছলে যাচ্ছিল বার বার।


মনের ভিতরের দেয়াল গুলোতে ও হতাসার ছাপ,
প্লাস্টারের উপর দিয়ে ও এর ক্র্যাক সুস্পষ্ট।
  ইচ্ছে হয় নিজেকে রক্ষা করতে।
ক্ষয়ে যাওয়া সমাজটাকে টেনে ধরতে ভয় পাই,
অনাশ্রয়ে কোথায় গিয়ে দাঁড়াব।