বঁধুর পিরীতি কলঙ্কের ডালি
কতনা যাতনা সহি,
ননদী দারুন আহা মরি মরি
দোহিতে সাজাই দোহি।


দৈব বিপাক কি কহিব আর
মুচকি হাসিয়া ঢুলাইছে রাঙা আঁখি,
অপরুপ শোভে উন্মাদ তাহে
বাঁশিটি গুজেছে দেখি।


আলাপ জুড়াইছে হাসিতে হাসিতে
কূল নাহি গেল রাখা,
ভুখিলে নয়ন শ্যাম সুখ দেহ
যায় কি তাহারে রাখা।


লোচনে যদি বহে অনুরাগ
হিয়ার ভিতরে ব্যাধি,
হাসির চাহনি জাগয়ে কামিনী
কানাইয়ে কূল হারা রাধি।


কদম্ব তলে দাঁড়াইয়া কানু
মোহন বাঁশি যে বাজে,
শুনিয়ে রাধিকা গড়াগড়ি যায়
চিত্ত বসেনা কাজে।