চারদিকে শুধু শুকনো দুঃখ বোবা অন্ধকার,
অভিমানের কান্না সবাইকে এতোটাই
        নিষ্প্রভ করে দিয়েছে যে
আমরা এগিয়েও যাচ্ছি সময়ের নিঃসঙ্গ ধারের উপর পা রেখে,
  সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে।
কষ্ট চেপে রেখে
আরো ফুর্তিবাজ হয়ে উঠি, হাততালি দেই।


পাহাড় আঁকড়ে ধরতে চায় শেকড়ের মাটি।
মাটির প্রতিটি কণা মাথাচাড়া দিয়ে
       কানের কাছে ফিস ফিস করে বলে,
কারা ওরা, অগনিত মুখ ভবিষ্যৎ চিন্তায়  ব্যস্ত।
    বেপরোয়া বেহিসেবী।


আমি শুনি সব শুনি
বুকের মধ্যে ওলট পালটের বাজনা বেজে উঠে,
সে আওয়াজে শুনি ব্যস্ত সমাজের অলৌকিক বাঁশি।
আজকাল শুধু রঙ ই  পালটাচ্ছে না
    চারিত্রিক রূপায়নে ও এরা পারদর্শী।
উঁচুনিচু গিয়ারে উঠানামা করতে করতে
আজ তারা অস্তিত্বে বিলীন,
  শুধু অনুভব করে রঙিন।