ডিসেম্বর মাসটা কিন্তু
অনেক স্মৃতির ঘেরা,
রুদ্ধ শ্বাসে স্বাধীন হলো
আমরাই তাই সেরা।
ইটের মিনার ঘর বাড়ি
ভাঙছে ওরা কতো,
ধর্ষণেতে ওরাই সেরা
হিমালয়ের মতো।
রঙ হৃদয়ের লাল রক্ত
মাটির সাথে মিসে,
সবুজ ঘাস ও লাল করেছে
জল্লাদ না আর কিসে।
লখিন্দরের বিষের ধারায়
বেহুলা যখন নীল,
হানাদারের এমনি ছোবল
আকাশ ভরে চিল।
হানাদারের ভ্যাবাচেকায়
গর্জে উঠে দেশ,
স্বাধীন বাংলা সালাম লহ
যুদ্ধ হলো শেষ।