নীল ঐ আকাশের সাথে কিসের মিতালী,
হৃদয়ের দেয়া নেয়া করোনাকো তুমি
ছোঁয়নাকো ওর হাত,
দাঁড়িও না মুখো মুখি।
হাসি বিনিময় যদি ও বা হয়,
থমকে দাঁড়াও সুদিপ্ত।


সবই আজ অচেনা,
কেউবা যদিও চিনে
ভুলে যায় প্রতিক্ষণে।
একবারো চোখ মেলে তাকিও না
ইচ্ছে ঘুরি মেলে দিও না অন্যাকাশে,
সুদিপ্ত ফিরে এসো।


মুখোমুখি দুজন ,স্তব্ধ বিনিময়।
চোখে চোখ মনে মন,
অথচ অনেক কথা
গোপন যত্নে তুলে রাখা।
ফিরিবার কোন পথ নাই,
সুদিপ্ত পারবে কি চিনতে।


গোটা দুনিয়াকে আপন ভাবিনি
অভিমানে খুব গোপনে,
শুধু তোমায় ডেকেছি সুদিপ্ত।
শেষ বিকেলের অশ্রুবিন্দুর জলধারা হয়ে
ফিরে এসো সুদিপ্ত।