ছোট্ট আমার সুখের ঘরে কত রকম সুখ,
সুখের কতো নাম যে হেথায়, একটু ও নাই দুখ।
সুখ দুঃখ মিলে হেথা পবিত্র এক দেশ,
আলোয় আঁধার মিলে তারা ভালোবাসায় বেশ।
প্রতি ভোরে চড়ুই পাখির কিচির মিচির ডাকে,
জানালাটা খুলতেই হয়, খুঁজছে যেন কাকে।
আলো জ্বলা আলো নিভা সূর্যটা সেই ভোরে,
রূপের জাদুয় টুকরো আছাড়, হৃদয় টা যে কারে।
সকাল শুরু হয় সবার ফজর নামাজ দিয়ে,
যে যার কাজে যায় যে চলে নতুন স্বপ্ন নিয়ে।
সব মিলয়ে ভালোই আছি স্বপ্ন ছবির মতো,
ভালোলাগা ভালোবাসা সুখের নাম যে কতো।