স্মৃতিরা আমার খুব মলিন,
সারাদিন সারা রাত আমাকে ভাসিয়ে নেয়।
আস্তে আস্তে জমানো ধূলা সরে যায়,
সমুদ্রের নীল চোখে দেখতে পাই
  ভেসে যাওয়া আমার সব স্বপ্ন।
দিশেহারা ওলট পালট ঢেউয়ে
আমি নীরব থাকতে পারিনা,
আবরণহীন ভেসে চলি ভিতরের নীলে।


আমার স্মৃতিরা ব্যাধের মতো।
বালির সাদায় মিসে থাকা চিক চিক হাসির মতো।
ছেঁড়া শিমূলের আঁশে স্বপ্ন উড়িয়ে
আমি হাহাকার করি,
গোধূলি লগ্নে সূর্যের যাত্রাপথে
আকাশের দিকে তাকাই।
স্থির হয়ে আকাশের পায়ে লুটিয়েছে নিজেকে,
তীব্রতম যন্ত্রণায় চোখ তাঁর ছিন্নভিন্ন।


আমার স্মৃতিরা আজ ক্লান্ত।
কুয়াশায় ভেজা বিকেলের মতো
রোদ খুঁজে পাইনা,
নির্বিকার আমি দুঃখ হারিয়ে ফেলি
হরেক দুঃখের সমাবেশে,
আমি সভ্যতার বীজ বুনি, পুষ্পিত করি,
যতোটুকু হাত ছুঁয়ে পাই।