তোমাকে আমি কাছে চাই, কাছে আরো কাছে,
ভুল করে দূরে সরি ভুলে যাও পাছে।


এদিক সেদিক তোমায় খুঁজি পথের দিকে চোখ,
উদাস মধুর স্মৃতিরা ঝড়ে তোমাতেই যেন ঝোঁক।


অকস্মাৎ কষ্টে ভীত সভ্যতা শুধু কাঁদে লজ্জায়,
আকাশের চোখ রোমাঞ্চ বাড়িয়ে মিসে যায় মজ্জায়।


বহুদিনের উপার্জন কাঁদিয়া কাটাই কখনো কেউ কি জানে,
বড় শখ ছিল মনের দুর্ভিক্ষে কাটাই তোমার সনে।


মনে মনে কত চিঠি লিখেছি তোমাতে দিতে নাড়া,
কেমন তর মায়াবী আমার দাওনি  কোন সারা।


অকারনে মনে বসন্ত জাগে আসলেই সব মিথ্যে,
শূন্য শাখায় অভিমান শুধু বহ তুমি এই চিত্তে।