আমি তাকে এক রৌদ্রতপ্ত দুপুর শেষে সুন্দর গোধূলি উপহার
দিতে চেয়েছি
সে চায়নি
দিতে চেয়েছি অমাবস্যার অন্তরীকরণ শেষে
কান্তিমান জোছনায় মাখা রাতের আবেগ
সে চায়নি
আরো চেয়েছি দিতে এক ঠোঙা বাদাম হাতে নিয়ে পাশাপাশি হাঁটার অনুভূতি
জয়নুল উদ্যানে
যা সে চায়নি
সে চেয়েছিলো সুদর্শন অধুনাতন বালক
যা আমি নই
চেয়েছিলো চঞ্চলতায় মুখর কাউকে
যা আমি নই
তাই আমি দিতে পারিনি
সুতরাং, দিনশেষে তার কাছে
আমার অবাঞ্ছিত, অবহেলিত
থাকাটাই স্বাভাবিক!