আমি দেখিয়াছি কত
এই ধরণীতে সারা,
সকল মানুষই যেন
এক চলন্ত  জলধারা।


কেবল আমিই যেন শুধু
জমে বরফ হয়ে যাই,
জড়তা আমাকে না ছাড়ে
যতই গলিতে চাই।


বাঁচিবার সাধ তবুও যে হয়
চলিতে  যদিও না পারি।
জড়তার দায়
কে দিয়েছে আমায়,
চঞ্চলতাকে ছাড়ি?


আমিও চলিতে চাই,
বলিতে চাই
সুখী  মানুষেরই  মত,
আমি জড়তাকে ভুলে
বাঁচিতে চাই,
ভুলে গিয়ে দুঃখ যত।