বড্ড বেশী উতলা যে মন মূল্যহীন হয় প্রাণ
মনখারাপের জগদ্দলের ভারে-তে আনচান ,
ভালো লাগেনা কোন কিছুই বেসুর মনোবীণায়
তালকাটা এক বিষাদের সুর পড়ে দোটানায় ।


উঠতে বসতে চিন্তারাশি অবসাদে ভোগে মন
হিয়ার মাঝে চলতেই থাকে সু-কুর বিচরণ ,
জিতবে যে লাভটি তার আখের গোছানোর পালা
সমাধানে না যাওয়া অবধি লাগায় ঝালাপালা ।


সামাল দেয়া বিষম দায় চিন্তারা রাশি রাশি
অতল তলে তলিয়ে যাওয়া দাঁড়াবে কেবা আসি ,
তারপরে বোধ সব হারানোর বেঁচে কিবা হবে
এ তুচ্ছ প্রাণ হোক অবসান রইলো সব ভবে ।


এমনি যদি ভাবনা থাকে তবে বুদ্ধিশ্রেষ্ঠ ধিক
চিন্তার জট মাথা মোড়ে কেন পথ হয় বেঠিক ,
যে যাবি সে নিজেই যাবি সঙ্গী হবে না কেউ তোর
বাবা মায়ের চোখ ঝাপসা অমানিশা যেন ঘোর ।


বোকার হদ্দ বেকুবপনা সামলে সদায় চল
এমন পথে পা বাড়াস না পালানোর থাকে ছল ,
যত বড়োই হোস না কেন থাক সদা বিচক্ষণ
অগ্রপশ্চাৎ বিবেচনা জারি যেন থাকে অনুক্ষণ ॥