প্রস্তুতিটা মনে মনে নেওয়া
          সাক্ষ্মী থাকা দৃশ্য বিরলে ,
                    সৌরপিতা গ্রহণে ঢাকবে মুখ
                              চাঁদ মামাটার যাবে আড়ালে ।


সূর্য পৃথিবীর মাঝেই অবস্থান
          এক লাইনে চাঁদ মধ্যেখানে ,
                    সূর্যের থেকে চারশোগুণে ছোট
                              ভানুকে ঢাকে অমাবস্যার ক্ষণে।


সূর্যের থেকে পৃথিবী অনেক দূরে
          তুলনায় ভানুর অনেক কাছে চাঁদ ,
                    চাঁদটা ছোট অনেকগুণে ঠিকই
                              তবুও ফাঁদে সূর্যগ্রহণের ফাঁদ ।


অগ্নিবলয় ভানুর চারি পার্শ্বে
          ভারতভূমেও এ দৃশ্য দৃশ্যমান ,
                    অপেক্ষা তাই শীতলতার মাঝেও
                              মেঘের রাশি আকাশে চলমান ।


মহাজাগতিক বিরল দৃশ্য মনে
          আশাতে জল ঢালে বাদলমেঘ ,
                    এটাই কি আসার সময় হল তোর !!
                              মনের কোণে ঘনীভূত মেঘ ।


হল না দেখা অগ্নিবলয় ভানুর
          টিভি কাগজ কেবলই হ'ল সার ,
                    চাক্ষুষ দেখে সার্থক হ'লনা চোখ
                              অসময়ে মেঘের ছিল না দরকার ॥