অকাল বারিষ
**********
অসময়ের বারিষ দেখে তুমি বলো বৃষ্টি...
আমি দেখি অঝোরধারা চক্ষু হতে সৃষ্টি ,
এখন কি ঝরার কথা এমনি বৃষ্টিধারা...!!!
মেঘলাদিনে সব যেন...কেমন সৃষ্টিছাড়া ।


তা যদি না হয়ই তবে এমনি না হয় ভাবা...
চক্ষুঝরা নোনাজলে নদীর দুকূল ডোবা ,
ভাটার টানে মেশা ওই সাগর সঙ্গমেতে...
সোহাগ করা নদী-সাগর যেথায় মোহনাতে ।


সঙ্গমকালে নদী সাগর বলে চুপকথা...
মনে ভাবা মিলনে বুঝি ঘুচলো মনের ব্যথা ,
ছলাৎছলে কথার বোলে বলা কল্পকথা...
উজানস্রোতে হারিয়ে যাওয়া ইচ্ছা অযথা ।


কালের স্রোতে গা ভাসানো কষ্ট চেপেই রাখা...
অন্তসলিলা খালি চোখে ,যায় কি কভূ দেখা...!!
কষ্টচাপা বুকেই ঝরে গোপনে অশ্রুনীর...
অকাল বারিষ ভূ-দূষণ...দুঃখ প্রকৃতির ॥


১৫|৩|১৯