আকাশ কেন গোমড়া আজি বসে বিষাদমুখে...
মেঘলা দিনে কেউ থাকে কি...খুব বেশী সুখে...!!
সাজার সময় প্রকৃতির....এখন চতুর্দিকে...
বসন্তরাজ ভালোবেসে লাজে রাঙায় তাকে ।


রাত্রি হতে শুনতে পাওয়া মেঘের গুরু গুরু...
ভোররাতেই ঝমঝমিয়ে বৃষ্টি হল শুরু ,
তুমুল ঝড়ের প্রলয়নাচন সে কি ভীষণ নাদ...!!!
আঁতকে ওঠা প্রভাতকালেই শোনা দুঃসংবাদ ।


কারা যেন মুচড়ে দিয়ে ভেঙ্গেছে গাছের ডাল...
কি আনন্দ পাওয়া প্রভু এমনি করা হাল...!!!
অশোক পলাশ গেছে ঝরে নিঃস্ব গাছপালা...
গাছের তলে বিছিয়ে থাকা ঝরা ফুলের মেলা ।


টুপটুপিয়ে পড়ছে বারি যেন চোখের জল...
পাতা ঝরা দিনের শেষে ফুল ছিল সম্বল ,
এমনি করে কি কাড়তে আছে মা'র আনন্দ...!!
সন্তানহারার শোকে বনানী নিরানন্দ ।


দূরে শোনা বসন্তদূতের কুহু কুহু রব...
আজকে যেন কেমন মলিন নয়তো সরব...!!!
বিষন্নতার ছায়াও তার সুললিত সুরে...
দুঃখকাতর চোখেই দেখা শুধুই ঘুরে ফিরে ।


আমের বোল নেতিয়ে প'রে মাতৃদেবী পায়ে...
বলো তো মা কেমনে থাকে সন্তানহীনা হয়ে...!!!
বেশ তো ছিল খুশীর আমেজ রাগে অনুরাগে...
অকাল বর্ষণ ঢাললো জল সকল আবেগে ॥


*** ২৬|২|১৯ ***