#আমার #গ্রাম
***********


শহর থেকে দূরে এক গ্রাম...
রাত্রে নিকষকালো অন্ধকার ,
ঝিঁঝিঁর ডাকে নামে আঁধার...
শেয়াল-সারমেয়র একটানা চিৎকার ।


মাঠে মাঠে আলুর চাষ...
আলগুলি আছে জেগে ,
গ্রামের মানুষ মেতেছে এখন...
নবান্ন উৎসবের আবেগে ।


নতুন ধান ভরেছে গোলায়...
কেউ বা বেঁধেছে মড়াই ,
খামারে খামারে সযতনে রাখা...
বিচুলী সাজানো 'পালা'য় ।


শীতের রাত কুয়াসাচ্ছন্ন...
শীতেতে কুঁকড়ে থাকা ,
লেপের ভিতরে সেঁদিয়ে যাওয়া...
শরীরটা ওমে রাখা ।


ভোরের বেলা কেষ্টবৈরাগীর...
শ্রুতিনন্দন ধূন ,
ভরাট গলায় গেয়ে চলে যায়...
কৃষ্ণঠাকুরের গুণ ।


মনউদাসী সুরের মাধূর্য্যে...
মনটি বাউলপারা ,
গুনগুনিয়ে উঠলো যে মন...
এমনি হৃদয়হরা ।


নিস্তব্ধ গ্রাম শীতের ভোরে...
খঞ্জনীসহ সে গান ,
দিগন্ত থেকে দিগন্ত ব্যাপী...
নিস্তব্ধতা করে খানখান ।


সূর্যোদয় হেথা দেখার মত...
মাঠের কোলে দিবাকর ,
ক্রমশ আলোর ছটা কত...
দূষণমুক্ত পরিবেশ চরাচর ॥


****#ঝুমুর #বিশ্বাস  ৯|১২|১৮ ****