এক চাঁদনী রাতের কথা ,
আকস্মিক বৃষ্টিতে মাটি সোঁদা গন্ধ...
তোমার আবেগী কথায় আমি বিভ্রান্ত ,
অনেকগুলো বসন্ত করেছি পার-
অনেক নিশি যাপন করেছি একাকী...
ক্ষনিকের ভুলে কিংকর্তব্য বিমূঢ় আমি ,
আমার আমিকে করেছি নষ্ট...
নষ্টনীড়ের পারে ।


সেদিনের সেই জোনাকজ্বলা রাতে...
আমি বিহ্বল .. তোমাতে করি সমর্পন ,
আমি যে তোমার লালসার শিকার হবো...
স্বপ্নেও ভাবিনি ...সে ভুল আমারি ।
মনের সব কালিমা মুছে...
কয়লাখনির হীরের খোঁজে...
সুরাগন্ধী নষ্টনীড়ে...


জঠরে অবৈধ মাতৃত্ব হাতড়ে ফিরি--
সততা-মনুষ্যত্ব বিকোয় আর্থিক বৈভবে ।
বিভ্রান্তি আজো কাঁদে বাঁশরীর সুরে...
আমার গর্ভস্থ ভ্রূণ নিভৃতে বাড়ে---
সহস্র বাক্যবাণ আর তির্যক দৃষ্টিতে ক্লান্ত...
তবুও আমার গর্ভস্থ সন্তান জন্ম নেবেই...
সে জন্ম নেবে কোন ভাদুরে দুপুরে...
অথবা কোন বসন্তের দখিনাবাতাসে...
রাঙিয়ে দেবে আমাকে পরিবর্তিত ঋতুরাগে ।
আমি এখন মা ...আমি বিভ্রান্তি
কালের স্রোতে...


আমি হারিয়েছি জনারণ্যে ,
অথবা বৃদ্ধাবাসে , বৃদ্ধাশ্রমের ঘাসে ঘাসে ।