(দক্ষিণ ২৪-পরগণা থেকে ফিরে এসে আমার অনুভূতি সেখানকার মানুষের আমফান ঝড়ের সময় প্রতিক্রিয়া কি রকম)


আমি শুনেছি মৃত্যুর পদধ্বনি
শমন এসে সজোরে নাড়ে আমার রুদ্ধ দুয়ারখানি ,
যমের কেতন উড়ায়ে শমন সজোরে আঘাত হানি ।
ঝড়ের বেগে আছড়ে পড়ছে বন্ধ জানালা দরজায়
হাজার দূতেরা বারতা দিয়েছে ঘন ঘন বায়ু গরজায় ।


আমি শুনেছি মৃত্যুর পদধ্বনি
চুপিসারে সে আসেনি দ্বারে আসেনি চোখের আড়ে
সহস্র ডমরু বাজিয়ে সে এসে শেষের নিশান নাড়ে ,
ঝড়ের বেগে ছুটে এসে রুদ্ধ আগড়ে হানে আঘাত
ভয়ে প্রাণপাখি যাচ্ছিল উড়ে অসহ্য সেই প্রতিঘাত  ।


আমি শুনেছি মৃত্যুর পদধ্বনি
বিভীষিকাময় চেহারা নিয়ে ছারখার করে ভাবনা
পায়ের শব্দ শুনেছি যমের অনুভবে শেষ যাতনা ,
নিঃসাড়ে তার পদচারণা নয় নিঃশব্দে না আগমন
বৃষ্টি আর বাঁধভাঙা ঢেউয়ে ভাসিয়েছে সেই শমন ।


আমি শুনেছি মৃত্যুর পদধ্বনি
মুহুর্মুহু হঙ্কার আর সেই নিরবিচ্ছিন্ন ঝড়ের নাচন
জোড়হাতে প্রাণভিক্ষা চেয়েছি তবেই করেছে গমন ,
আমি শুনেছি---শমন স্বরূপ ঘূর্ণিঝড়ের গজরানি
এবারের মত ভিক্ষা পেয়েছি অমূল্য জীবনখানি ॥