#আমরি #বাংলাভাষা
*****************
মোদের সাধের ভাষা...মোদের বাংলা...
লিখি আর কথা বলি... প্রাণখোলা ,
বড় শ্রুতিনন্দন শব্দভান্ডার মোদের ...
সর্বশ্রেষ্ঠ বাংলা ভাষা মোর আদরের ।


মাতৃসমা ভাষাকে রাখি মাথার 'পরে...
মোদের গর্বের ভাষা রহে উন্নতশিরে ,
ঐ শোনো ভাষার জয়গান জনপদে....
প্রাণাধিক বাংলা স্বতন্ত্র তার সম্পদে ।


ভূমধ্যের শতাধিক ভাষা সব জানা নাই...
মোদের বাংলা শ্রতিমধুর মানি সর্বদাই ,
ইচ্ছাই বা আগ্রহে শেখা অনেক ভাষা...
রপ্ত করলে দক্ষতা লাভে নেই হতাশা ।


তবে মোর সাধের বাংলা যদি কেউ শেখে...
উচ্চারণে জড়তা...সর্ষেফুল চোখে দেখে ,
মোরা এ:ভাষাতেই কথা-বলি কাঁদি-হাসি ...
ভালোলাগা ভালোবাসার আবেগে ভাসি ।


মা'র মুখের প্রথম আদরের ডাক শোনা...
আজ আর নেই মনে...তবে আছে কল্পনা ,
যেমনটি ডেকেছি আমার সোনামনা....
ডেকেছি তাদের গর্ভজ দুটি লক্ষ্মীছানা ।


তেমনটিই মধুর সে মা এর মুখের বুলি....
সশ্রদ্ধায় শিরে রাখি জগৎ সংসার ভুলি ,
"মা" সম মর্যাদা দিই মোর মাতৃভাষাকে....
ভাষার সম্মান রক্ষার্থে রাজপথ রক্তে ভাসে ।


বরকত শরিফ রফিক সালাম জব্বার....
রক্ত দিয়ে ভাষাকে দিলেন মান বরাবর ,
রাজপথ ভাসে রক্তে ঊনিশ্শোবাহান্নতে ...
একুশে ফেব্রুয়ারী মনে রাখা নিরানন্দতে ।


জান দিয়ে মান দিলে বাংলাকে পৃথিবীতে...
ভাষা নিয়ে যত অনুষ্ঠান সব শহীদ বন্দিতে ,
শোকার্ত পিতামাতার বুকফাটা আর্তনাদে...
ভূচরাচরে ধ্বনি প্রতিধ্বনিতে ভাষাও কাঁদে ।


*** ২১|২|২০১৯***