আমার জানালার টবে এক ঘুঘু দম্পতি সন্তান স্বপ্নে বিভোর । হঠাৎই তাদের দেখে আমার একান্ত অনুভব.....


ধীর স্থির শান্ত রূপ যেন গৃহবধূ
দেখলেই মন থেকে জাগে ভালোবাসা ,
নির্জন দুপুর বেলায় ডাকে ডালে বসে
হিয়ায় বোধ শূণ্যতা রুদ্ধ দ্বারে আশা ।


ডাকের কিবা মর্ম না জানা সে ভাষা
হয়তো বা সাথীহারা বিলাপ মনে মনে ,
ব্যর্থ প্রেমের কথা হৃদয়ে জাগে ব্যথা
তাইতো খোঁজে বুঝি তারই প্রিয় জনে ।


যদিও থাকে না তারা সঙ্গী বিহীন
ধারে কাছে আশে পাশে থাকে একসাথে ,
পুরুষ প্রকৃতিকে শাসায় ঘাড় ফুলিয়ে
পাশাপাশি বসে থাকে কোথাও বা রাতে ।


অজানা এক শব্দে ভীতি জানালার পাশে
আঁধার সাধলো বাদ কাটে নিশি শঙ্কায় ,
ভোর হতেই সার্থক আঁখির দুটি তারা
টবে বসে ডিমে তা আমার জানালায় ।


খোলা চোখে যে রূপে স্নিগ্ধতা রাজে
মায়ের কঠিন পণ আড় করে ডানাতে !
দুটি ডিম বুক তলে পালকে ঢাকা
চোখে মুখে গভীর মাতৃত্ব অসীম মমত্বে ॥