শুভবিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ


পুরুতমশাই তোমার মন্ত্র থামাও
শুনতে চাই না ঐ কাতরধ্বনি ,
বেদনাক্লিষ্ট এ হৃদয়টা আমার
কাঁদে অন্তর শুনে মন্ত্র অনুরনণী ।


দয়া করো দয়া করো দ্বিজবর-
স্তব্ধ হোক তোমার জিহ্বাঙ্গ ,
কন্যা বিদায়ের কাতর সুরে
বিবশ আমার প্রতি উপাঙ্গ ।


তোমার ও সুর বেদনা বিধুর
তনয়া বিদায়ের কষ্ট বুকে ,
বলতে পারো তোমরা কি কেউ
মা এর দিন কাটবে কি সুখে...!!


ও ঢাকি তোমার বাজনা থামাও
বাজনটা যে গো নিরঞ্জনের..!!
দয়া করো দয়া করো---
যোগ্যা নয় সে বিসর্জনের ।


পারে কি মা ছেড়ে থাকতে !!
আমিও তো মা আরেক উমার ,
বিদায়ের সুর বড় বেদনার
ভারাক্রান্ত হৃদয় আমার ।


স্বামীর ঘরে যদিও যাবে
জামাই যে সেই শ্মশানবাসী ,
আমার উমা বড় আহ্লাদিনী...
আমি তো নই মা-সর্বনাশী...!!


মাতৃত্ব আজ অশ্রুসজল
জঠরে ধারণের কষ্ট বুকে ,
আমার দুহিতা আমারই থাক
আর কটা দিন কাটাক সুখে ।


মন্ত্র ঢাক থামাও থামাও
তোমাদের হৃদয় কি পাষাণপারা..!!
দেখতে পাচ্ছো না তোমরা কেউ...!!
উমার চোখে যে জলের ধারা !!


মেয়েটা এসেছে সবে তিনদিন
এখনই কেন বিদায়ের সুর !!
আসবে যে আবার বছর পার
সে দিনটা যে অনেক দূর !!


সহনে বড়ো কষ্ট যে গো
কন্যা বিদায়ের সে মাহেন্দ্রক্ষণ ,
মায়ের বেদনা সব মায়ের মনে
কন্যা যে বড় আদরের ধন ॥


৮|১০|১৯✍ঝুমুর বিশ্বাস