***অভিমানী মন***


অভিমানী মন না মানে শাসন
নাহি দিতে পারে মনদুয়ারে আগল -
সদাই ভেবে মরে প্রিয়তমর তরে
মন উচাটন----পাগল পাগল ।


বিনিদ্র রজনী কাটাই সজনী
চক্ষুধারে অবারিত অশ্রুপাত -
না জানে কবে তার পাবে সাড়া
হৃদমাঝারে---আগ্নেয়গিরির অগ্ন্যূৎপাত ।


সুদৃশ্য যাহা আছে প্রকৃতির
কোনোটিই নয় ভালো -
হাজারো রোশনী আলো ঝলমলে রাত
সবি----তমসাচ্ছন্ন-----কালো ।


সুমিষ্ট যাহা আছে ধরাতলে
সবকিছুই আজি তিক্ত -
অভিমানী মন অনুরাগে ভরা
নিঃস্ব--অসহায়---সর্বৈব সে রিক্ত ।


খুঁজে ফিরে তারে হাজারো লোকের ভিড়ে
চঞ্চল চোখে---ত্রস্ত নয়নে -
খুঁজে ফিরে তারে ব্যথিত অন্তরে
শয়নে স্বপনে আর জাগরণে ।


কবে পাবে সাড়া উদগ্রীব অতি
ব্যাকুলতা নিয়ে চাহে ইতি উতি -
দিনাবসান-রাত্রিজাগরণ ক্রমশই পলে পলে
হয়ে যায় শেষ---অপেক্ষা এবার শ্মশানের চিতানলে ।