ভাষাদিবসে সব ভাষার প্রতি সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন•••••••


প্রবল ঝড় তীব্র তুফান মানব ঢেউ রাজপথে
ভাষার দাবিতে মিছিলে স্লোগানে আকাশ বাতাস মাতে ,
আইন অমান্য নায্য দাবীতে সোচ্চার জনগণ
কাঁদানে গ্যাস আর গুলি নিক্ষেপ বড় ভীত নেতাগণ ।


রক্তে রাঙা রাজপথ যেন শোণিতে হোলী খেলা
ফাগুন মাসের আকাশ আগুন নেমেছিল ঐ বেলা ,
কোথায় পূর্ব ! কোথায় পশ্চিম ! দুরত্ব যে বহুদূর !!
পাকিস্তানে বসে রাজ্যশাসন - হুমকির শুধু সুর ।


ঊর্দূ হবে জাতীয় ভাষা তাই নিয়েই হানাহানি
ফোনের যুগ না হলেও খবর পৌঁছেছিল কানাকানি ,
জোর প্রতিবাদ মানবো না...নড়ে চড়ে রাজদণ্ড
এবার বুঝি হার মানতেই হবে তার আগে দেয় দণ্ড ।


বন্দুকের তাক প্রতিবাদীর দিকে গর্জে ওঠে গুলি
তবুও এগোন বুক চিতিয়ে যতই উড়ুক খুলি ,
অবশেষে হার মানতেই হল পিছপা পাকিস্তান
পূবপশ্চিম আঞ্চলিক ভাষা আলাদা করলো স্থান ।


যুগে যুগে চলে বাহু প্রদর্শন অত্যাচারী সবল
দেয়ালে পিঠ ঠেকলে পরে দুঃসাহসীও যে দুর্বল ,
হকের আন্দোলনে তকমা জুটলো রাষ্ট্রের দুশমন
নিত্য নুতন আইন বিলেও ভীত নয় জনমন ।


ছাত্র জনতার যৌথ প্রতিবাদ নিহতের বাড়ে তালিকা
জব্বার রফিক সালাম বরকত গলে শহিদের মালিকা ,
ভাষার দাবিতে তোমাদের রক্তে শোকাকুল নরনারী
শ্রদ্ধায় স্মরি ভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারী ।


দুই বাংলার একই ভাষা বাংলা মোদের প্রাণ
এই ভাষাতেই প্রথম বুলি অচ্ছেদ্য নাড়ীর টান ,
গর্বে বুক ওঠে গো ফুলে এই ভাষার মিষ্টতায়
মনের ভাব প্রকাশ করি তার মিঠে মহিমায় ॥