কৃষ্ণচূড়া শিমূল পলাশ...
রাঙিয়ে দিল রক্তরাগে ,
মনটাও তো ওঠে রেঙে...
প্রকৃতির ঐ সাথে সাথে ।


মনের মাঝে যত ব্যথা...
দাও সকলি উজাড় করে ,
ভালোবাসার ব্যথা কি আর ...
আপন মনে একলা সাজে...!!


হোক না কেউ বিরাগভাজন...
ভাঙ্গুক কেন ঠুনকো মন ,
সত্যিই যা সত্যিই হয়...
লাজ কি !! তারে করো গোপন..!!


চতুর্দিকে শুধু খুশীর লহর...
সাধ্যি কার !! দেবে বাঁধ !!
সবাই হাসুক সবাই কাঁদুক...
মিটাও যত মনের সাধ ।


বসন্তের এই দখিনা বাতাস...
মাতাল হল রঙ বেরঙে ,
বেহাগ নয় ভাসুক মন...
আপন মনে আপন রাগে ।


বাসন্তী ইন্দুর জ্যোৎস্না মেখে...
স্নিগ্ধ চোখে দেখো চেয়ে ,
তোমার তরেও কেউ আছে...
রাঙিয়ে মন বসন্ত রাগে ॥