সেদিন শোনালে আমি সুপ্ত ভালোবাসা
মেঘমল্লার রাগে বাজালে তোমার বীণ ,
বেলাশেষের গান কেন গাও কবি !
উতলামন যে জ্বলে পুড়ে হয় ক্ষীণ ।


চেয়ে দেখো রবি ক্লান্ত দিনের শেষে
দিগন্ত মেতেছে অস্তরাগের নেশায় ,
এখনি আঁধার নামবে মাটির বুকে
অমোঘ নিয়ম কি লাঘব করা যায় !!


তোমার গানে ব্যাকুল আমার হিয়া
কথার আবেশে বিবশ করে মারো ,
ঐ দেখো চেয়ে নৌকাটা বাঁধা ঘাটে
ওগো বেলাশেষের পথিক ,পথটি এবার ছাড়ো ॥