সৃষ্টি স্থিতি প্রলয় দেবতা
       বিস্মিত তোমাদের কাণ্ড দেখে ,
                এ কোন নীতির খেলা দেখাও
                         মানুষজনে আশঙ্কায় রেখে !!


তোমাদেরও কি ভোট এসেছে
       রঙ নিয়ে তো খুব মেতেছো !
              সেকেণ্ডে সেকেণ্ডে যাচ্ছে প্রাণ
                        এ মরণফাঁদ কেন পেতেছো !!


প্রাণের সঞ্চার করেছো ব্রহ্মা
       সৃষ্টি করার নব আনন্দে ,
               মগজের ধার খুব শেনেছো
                        মাত্রাও দেনেছো মহানন্দে ।


রক্ষা করার যে দায়বদ্ধতা
       কার উপরে দিয়েছো বিষ্ণু ,
               কর্তব্যবোধ নেই গো তার
                       মানসিকতা তার নয় সহিষ্ণু ।


সৃষ্টি এখন নাশের পথে
       কোথায় গেলে গো রক্ষাকর্তা ,
               প্রলয় ডমরু বাজায় পাগল
                       তিন ভুবনের যিনি অধিকর্তা ।


বন্ধ করো এ নোংরা নীতি
       চাইনা আমরা বিলাশযাপন ,
              খেয়ে পড়ে যেন বেঁচে থাকি
                      পরস্পরে যেন হই আপন ।


হিংসা দ্বেষ লোপাট করো
       উড়তে দাও সাদা পতাকা ,
              ভুবন জুড়ে আসুক শান্তি
                       নাশের খেলা কেন অযথা !!!