#ভুলি #কেমনে
***********


বাবা, কেমন করে ভুলি--বলোতো তোমারে...!!
আমার ঘর শুধুই তোমার স্মৃতিতে ভরে ।
চতুর্দিকে এক বিরাট শূণ্যতা বিরাজ করে...
তুমি আছো বুঝি চাহি ফিরি চারিধারে ।
চলতে ফিরতে শুধুই তোমরা মোর মনে...
কেমন আছো বাবা-- তোমরা দুজনে--!!!
মা এর সাথে...!! তাঁকে খুব কাছে পেয়ে---!!
আলাপচারিতা করছো বুঝি খুব জমিয়ে--!!!
নিশ্চয়ই বলছো অনেক--না বলা কথা--!!!
সঙ্গোপনে লালিত তোমার--জমানো যত ব্যথা--!!
সঞ্চিত দীর্ঘশ্বাসের---হয়েছি কি অবসান--!!
তোমাদের তরে যে --ঈশ্বর মুশকিল আসান ।
হাজারো কাজের ভিড়ে না যাও অন্তরালে....
একটি বার যদি দিতে দেখা কোনক্রমে ভুলে !!
স্পর্শ একবার ঠিক করতাম সবার আড়ালে---
উষ্ণপরশ নিতেম তোমার হাতটি রাখি করতলে ।
বিকাল বেলার পড়ন্ত আলোর রক্তিমরাগ---
অস্তমিত সূর্যে ছিল তোমার শেষ অস্তরাগ ।
বাবা , জানতে চাই শোকাতুর গভীর আবেগে---
অশ্রুবারি নিঃস্বরিত তার আপন গতিবেগে ।
শেষ নিঃশ্বাস ফেলার কি এটাই ছিল সাধ--!!!
কবে থেকে ভাবতে বাবা--ভাগ্য সাধে নি বাদ--!!!
অন্তিমশয্যায় নির্ভরতার--গভীর আশে---
মেয়ে যেন থাকে বসে---তোমার পাশে ।
মনমাঝে গভীর ইচ্ছা জাগ্রত ছিল চেতনে---
তুমি থাকবে আমার কাছে অতি সযতনে ।
ধরে রাখাতেই ছিল মোর--গভীর অভীপ্সা---
বলতে পারো একধরনের--গোপন এই লিপ্সা ।
আর যা হোক "বাবা" ডাকে পেতাম তো সাড়া--
তোমার অন্তিম শ্বাস অন্তরে দিল--সজোরে নাড়া ।
মা তো গেছেন কবেই চলে ক'রে মাতৃহারা ,
এবার করলে মোদের---তুমি পিতৃহারা ।
পিতৃ-মাতৃ হীন আমরা ভাইবোন পাঁচজনা---
বুঝতে কি পারো মোদের---মনের জ্বালা যন্ত্রণা--!!
তোমার আজন্ম স্বভাব--মনেতে বেশ আছে---
আসি মা , বলে ফিরেও---দেখতে না তো পিছে ।
শেষের দিনেও তোমার স্বভাব---রাখলে বহাল--!!
একটি বারও চেয়ে দেখলে না---হলাম নাজেহাল--!!
চোখদুটো বুঁজেছিলে---সেই যে আগের দিনে--!!
কি করে যেতে পারলে বাবা--মোদের দেখা বিনে--!!
তাকালে না একবারটিও--হাজারো বাবা ডাকে---
মায়া কাটানোর এমন ফিকির--যাওয়াই অন্যলোকে--!!
পেতেছো বুঝি মা এর সাথে--অনন্তলোকে সংসার--!!
খুব দেখতে সাধ হয় বাবা---তোমাদের নব পরিবার ।
সব কিছুতেই খুঁজতে তুমি---তোমার তাঁকে---
ভালোই আছো বলো বাবা ,পেয়ে--তোমার বৌকে--!!
তোমাদের হোথায় কি---সকাল সাঁঝ আসে--!!
ত্রিসন্ধ্যা জপ কি--গুরুমন্ত্র--!! শুদ্ধাসনে বসে--!!
সন্ধ্যাপ্রদীপ জ্বালো কি--!!-হোথা নিয়ম ক'রে--!!
তোমার পাঠ্য ৺চন্ডী-৺গীতা রইলো হেথা পড়ে ।
বুকের মধ্যে--গভীর-চাপা দীর্ঘশ্বাস--অপূর্ণ---
শত চেষ্টাতেও হয় না যে ...তা--একেবারে পরিপূর্ণ ।
শুধু হতাশা আর হাহাকার--মনের মাঝেই ফেরে ,
তোমাদের হারানোর যন্ত্রণা--ভুলি কেমন করে--!!
চোখের জল অজান্তেই যে---ঝরে--অঝোর ধারে---
জন্ম-মৃত্যুর অমোঘ নিয়ম মানি , তবুও মনে পড়ে ।।