এ কোন দেশে বসত করি কি বিচিত্র শিক্ষানীতি
ভাঙচুর আর খেয়োখেয়ির এ কেমনতর রীতি !
প্রতিবাদের ভাষাগুলো কি এমনই হতে হয়..!!
লণ্ডভণ্ড কুরুচিকর দৃশ্য ভেঙেচুরে করছে লয় ।


নিয়মনীতি কি চুলোয় গেছে বিবেক কি রসাতলে !
স্লোগানে মিছিলে আমারি সন্তান তলাচ্ছে অতলে ,
শিক্ষাদীক্ষার বহর দেখে বিস্মিত হই বার বার---
মহেঞ্জোদারো হরপ্পা কি এ কারণেই ছারখার !!


অধিকার সীমা লঙ্ঘন করা কোন সে আক্রোশে !
প্রলয় নাশে মত্ত জনতা...চিন্তা নেই আজ বশে ,
অধঃপতন চূড়ান্ত হলে কি এমনটা করা যায়...!!
আইন কাননের ধার না ধেরে ভাঙনের গান গায় ।


পৃথিবী জুড়ে লাখো সমস্যা সে সব চিন্তা নাই---
কারো ঘর চালশূণ্য কারো অন্ন জোটে না হায় ,
কত মানুষ মরে বিনা চিকিৎসায় অর্থের অভাবে...
এসব না ভেবে পাগলামো করা মত্তহাতির ভাবে ।


সমষ্টিশিক্ষা জাতির উন্নয়ন সকলের তরে অন্ন
খাদ্য বস্ত্র বাসস্থানের সুষ্ঠ ব্যবস্থা হবে অভিন্ন ,
বৃক্ষচ্ছেদন অবাধ কর্তন পরিবেশের কত দূষণ
এসব ভাবনা না ভেবে প্রতিবাদের বিচিত্র ভূষণ ।


দ্বাপর গেছে ত্রেতাও গেছে মহাকাব্যের পাঠে
কলি ছেড়ে ঘোর কলিও গেছে যুগ উঠেছে লাটে ,
এখন বোধে ধ্বংসের যুগ দুঃশ্চিন্তা দিনে রাতে---
এসো ঈশ্বর অবতার রূপে দমন করো শক্তহাতে ॥