আমার পরম শ্রদ্ধেয় মুসলিম কবিভাই , বোন , ছোটো ভাইবোন ও সন্তানসমদের পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা  আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে জন্মজয়ন্তীতে ছোট্ট নিবেদন....


ফিরে এসো আবার হে কবি বিদ্রোহী নজরুল
টগবগিয়ে ফোটে রক্ত...তোমার কাব্যের নাই তুল ,
মেলে ধ'রি সঞ্চিতা যখন শিরায় শোণিত ধারে
খেলে শিহরণ উপশিরাতেও প্রবাহ মাত্রা বারে ।


দেশের জন্য যুদ্ধ করেছো তুমি যে যোদ্ধা বীর
দেশপ্রীতির পরিভাষা দেনে হতে দাও না ধীর ,
কলম তোমার বারুদের স্তুপ স্ফূলিঙ্গ ঝরা বাণ
রণদুন্দুভি বাজিয়ে কাব্যে গাও শিকল ভাঙ্গার গান ।


ওহে কবিবর অস্ত্র ছেড়েও কলমে তুমি বিদ্রোহী...
বিদেশী বণিক বলে কিনা আরে ওরাই আসল দ্রোহী !
তুমিই বলেছো একই বৃন্তে কুসুম...হিন্দু মুসলমান
শরীর সবার রক্তমাংসের বক্ষপাঁজরে এক জান ।


এসো ফিরে হে বিদ্রোহী কবি বুলবুলি আজও গায়
তোমার বিহনে গুলবাগিচার ফুল যে শুকিয়ে যায় ,
ওগো দুখুমিঞা ফিরে চাও এই রাঙামাটির দেশে
প্রত্যুষে সেই পক্ষীকূজন সাঁঝও অস্তরাগের রেশে ।


চিরদুখী তুমি দুখালঙ্কার করেছো জীবন সাথী
কালী কৃষ্ণ আল্লাকে তুমি রেখেছো কাব্যে গাঁথী ,
দেশের মাটিকে পূজ্য মেনেছো পূজেছো জন্মভূমি
পাই যদি তার তিলেক মাত্র ধন্য হবে মনোভূমি ॥