***বিষাদ ভরা রাত***


এক বিষাদ ভরা রাতে তোমায় পেয়েছিলেম---
সাজায়েছি যতনে মনের মনিকোঠাই ,
বিছায়ে দিয়েছি আসন----অতি সযতনে ;
আপন মনের মাধূরী মিশিয়ে করেছি লালন ,
রেখেছি যতনে দিয়াছি ঠাঁই দেবতার স্থানে ।


এক বিষাদ ভরা রাতে তোমায় পেয়েছিলেম---
নিজেরে উজাড় করে করেছি আলাপন ,
ভরায়েছো হৃদয়---- তোমার মধুঝরা সুরে ;
চাঁদনী রাতের মাধুর্য হয়েছে ম্লান ,
তোমার নিভৃত আলাপচারিতা ও গানে ।


এক বিষাদ ভরা রাতে তোমায় পেয়েছিলেম---
আবেগী মন মানেনি শাসন-শৃঙ্খল ,
সমগ্র হৃদয় দিয়া----- করেছি নিবেদন ;
গোলাপ কিংবা রজনীগন্ধার মিঠে সুবাস ,
তোমার উপস্থিতিতে হয়েছে মলিন ।


এক বিষাদ ভরা রাতে তোমায় পেয়েছিলেম---
শয়নে স্বপনে আর জাগরণে করেছি পূজন ,
করেছি নিবেদন মোরে----তব পদতলে ;
রাখিব যতনে মোর সকল কাজের আবডালে ,
এই অঙ্গীকার করি ...জেনো প্রতিশ্রুতি নিজমনে ।