বোবাকান্না
*********
কতটা আলোকবর্ষ পেরিয়ে এলাম হিসাব নেই -
মহাজাগতিক বিবর্তনে আমার সৃষ্টি সৌরজগতে ,
নক্ষত্রদের মাঝে এক অতিকায় নক্ষত্রের প্রলয়---
ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে কক্ষপথে ভ্রমণ ,
নিজ নিজ অক্ষে গ্রহদের চলন মহাকর্ষের পথে -
তারই মাঝে আমিও এক অদ্বিতীয়...নাম পৃথিবী ।
যুগ যুগ ধরে আমার অঙ্গে প্রতিস্থাপন শক্তির --
এককোষী অ্যামিবা শ্যাওলার ক্রম কোষ বিভাজন...
বিভাজন আর বিবর্তন হতে হতে মনুষ্য ও বৃক্ষ ,
সভ্যতার শিখরে আমার চলন ,শক্তির ব্যবহার---
এখানেই লেখা ভাগ্যের পরিহাসের অট্টহাস্য ।
মা কি কখনো চায় সন্তানের অমঙ্গল সর্বাঙ্গীন...!!
কেন তবে আমার দেহে এত ক্ষতের সৃষ্টি করা...!!
কেন বাওবীয় বিষ ছেয়ে গেছে শ্বাস প্রশ্বাসে...!!
কেন !কেন ! কেন ! একবারও কি ভেবেছ কেউ !
আমার বোবাকান্না কেন বোঝে না আধুনিকতা !!
কেন !কেন !অবোধ সন্তানদের অচেতনতা !!
বিষাক্ত নিঃশ্বাসে জর্জরিত হতে হতে ক্লান্ত দেহ---
বিজ্ঞানের এত ব্যবহার আমাকে করছে নিঃস্ব ।
আমি চাই সুস্থ জীবন ,সুস্থতায় বাঁচার অঙ্গীকার---
কেন এত বাধা দিচ্ছো নিজস্বতা বজায় রাখতে..!!!
বিষের কুপ্রভাব বুঝেও না বোঝার ভান কেন !!
কবি সুকান্তের এ পৃথিবী বাসযোগ্য করে যাবো আমি...
জেনেও কেন ভুলে থাকার ছল ! কেন!কেন!কেন !!
আমি যে মা ! সন্তানের কি কাম্য নয় মা'র সুস্থতা !!
বন্ধ করো অবাধ বৃক্ষচ্ছেদন ,বন্ধ করো বন্ধ করো---
ভাবী প্রজন্মের সুস্থতার আশ জাগাও মনে ,
গাছ লাগাও আমার বক্ষে , সে আঘাত সইতে পারি---
কিন্তু তোমাদের জন্য যে বোবাকান্না !!তা অসহ্য ।
তোমরা কি পার না আমার অশ্রু নিবারণ করতে !!
দেখ না একবার চেষ্টা করে পারো কিনা সুস্থতা ফিরাতে ,
নিজেদের শেষ করার আগে একটা ভাল প্রচেষ্টা---
মাকে রক্ষা করলে তার আশীষ বর্ষে সন্তানের পরে ।
লাগাও গাছ , ফিরিয়ে দাও আমার সবুজ বনানী...
আমার ভারসাম্য হারাতে দিও না সভ্যতার গ্রাসে ,
অভিযোজিত হতে হতে অবসন্নতায় ছেয়ে গেছি---
ফিরিয়ে দাও পাখীর কুঞ্জন ,অলি ভ্রমরের গুঞ্জন ,
ফিরিয়ে দাও আমার অতীত গৌরব আমার বুকে ।


••• ৫|৬|১৯•••