বুলবুল বুলবুল                     নামটা যে তুলতুল
               পাখি এক নাম তার জানি ,
ভোরবেলা শিস তুলে            ঘুম ভাঙা গান ভুলে
               বিপদ যে কি ভাবে তা মানি !!
মাঝি সব এসো কূলে           সমুদ্র উঠবে ফুলে
               তোমাদের প্রাণ খুব দামী ,
বেলাভূমি সাবধান                করো সবে অবধান
               উত্তাল ঢেউ  দুর্বার গামী ।
সতর্কতা জারি হয়                বিপদের শুধু ভয়
                প্রাণবাজি রেখো নাগো কেউ ,
দূর থেকে দেখো সব             ঊর্মির প্রচন্ড রব
                সমুদ্রের ভেঙে পড়া ঢেউ ।
গতির প্রবলতায়                   শতাধিক বেগে ধায়
                স্থলভূমি ভয়ে জড়সড় ,
বুলবুল বুলবুল                      নামটা যে তুলতুল
                আতঙ্কের ভাবখানা বড় ।
বাতাসের নিম্নচাপ                 দিবাকরী তীব্র তাপ
                উৎপত্তির কি ছিল কারণ !!
সবে তো হেমন্ত এসে             শীত শীত ভাবে মিশে
                গরমকে করেছে ধারণ ।
প্রকৃতি এট্টু নরম                   শীত সাথে দহরম
                স্বস্তিটা সবে না হয় দিলো ,
তারই মাঝে কি হলো             বেশ তো ছিল ভালো
                নিম্নচাপ কেন কেন এলো !!
ভাবা শুধু বারবার                  ভাবখানা কি কান্নার
                নবনীতা চলে গেছে বলে ,
আমাদের সাথে তুই               কেঁদেই ভাসাবি ভুঁই
                তাঁর স্মৃতি মনে রাখি তুলে ।
আইনী আইনী লড়া               ছাড় ভাব হামবড়া
                মন্দির মসজিদ একই ,
থাকুক মনে সম্প্রীতি               লড়ে মরে রাজনীতি
                রক্ত মাংসে মানুষ সবই ।
বিপর্যয়ে মোকাবিলা               হাত ফাঁসে হাত গলা
                প্রতিকূলতা দূরে হঠিয়ে ,
বাঁচাতেই "আমাদের"            ভেদাভেদ "তোমাদের"
                মানবিকতা থাক দাঁড়িয়ে ॥