দাঁড়াইলা আসি যবে শিয়রে শমন,
দেহ হতে প্রাণপাখী নিতে কাড়িবারে।
"দাও ভিক্ষা কিছু কাল,একটু সময়,
রয়েছে প্রভুত কাজ শেষ করিবারে।
হে কাল তোমার কাছে এই ভিক্ষা মাগি" ।
কহিলা কাতর স্বরে, "দাও গো সময়।
শেষ হলে কর্ম মোর তোমার সকাশে
নিয়ে যেও ধরা হতে দেহ মোর ত্যাগি" ।


এত শুনি অট্টরবে মহাকাল হাসে,
"রে মূঢ়, শকতি তোর রহিবারে হেথা
আর নাই। কর্ম যাহা করিবার, তাহা
করিবে অপর লোক, এ ক্রন্দন বৃথা।
নিঠুর করাল ইহা সত্য চিরন্তন।
হে মানব ভুলিও না এ সত্য কথন।
.........