গৌরী তুমি আসছো বলে সাজসাজ রব চারিদিকে
রাস্তাঘাটে আলোর রোশনাই পড়বে কাঠি ঢাকে ,
প্রশ্ন কয়েকটি মনের মধ্যে নিত্য আসা যাওয়া -
জবাব দিও মা ঠিক ঠিক এটাই কেবল চাওয়া ।


তুমি মা আসো বাপেরই ঘরে সপুত্র পরিবার
কেন গো বলো না কেউ বলে না সকন্যা বারবার...!!
তোমার জন্য আবেগ বিহ্বল বিপুল মাতামাতি -
অথচ দেখো তোমারই অংশ মেয়েরাই বিস্মৃতি...!!


কত কন্যার অকালেই মৃত্যু ভ্রূণেই তাদের নাশ
কত কন্যার মান ভুলুণ্ঠিত দুরাচারী অবিনাশ...!!
কত কন্যা নির্যাতিতা আজও পণের জন্য বলি -
কূলের মান বাঁচাতে মাগো কন্যাখুনে খেলা হোলী...!!


তোমার অংশ কত মা আজও বসতি বৃদ্ধাশ্রমে
শরীরের রক্ত জল করেও মাগো মূল্য নেই শ্রমে...!!
ও মা গৌরী শিবজায়া তুমি পতির ঘরে পাও মান -
এই মর্ত্যলোকে কেন গো মা ,নারীর নেই সম্মান...!!!


কচিফুল সম কত কন্যা ধর্ষণের কারণে বলি
অথচ দেখো আইন অন্ধ গায়ে তার নামাবলী...!!
বিচারের নামে প্রহশন শুধু ধর্ষিতার পরীক্ষা...!!
কবে বলতো অপর পক্ষের হবে আসল দীক্ষা...!!


বহালে সৃষ্টি পুরুষ প্রকৃতি সৃষ্টির রূপকার -
দিকে দিকে দেখো নারীর ক্ষতি সমাজ নির্বিকার...!!
মহিষমর্দিনী পাপহারিণী মাগো একবারটি শোনো -
তোমার অংশ পৃথ্বীকন্যারা ভালো থাকে সবে যেন ॥


••••✍ঝুমুর বিশ্বাস ২|১০|১৯ ••••