ধূমকেতু
******
আকাশগঙ্গা দেখেছ কি অন্ধকার রাতের আকাশে...!!!
দৃষ্টি ক্রমশ ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসে ,
লক্ষ লক্ষ তারার মাঝে ঐ কালো পথ যত...
এঁকে বেঁকে চলা যেন গ্রাম্য আলপথের মত ।
মধ্য রাতে যদি দেখো কোন এক ধূমকেতু...
ওটা তো আমিই...রব না চিরস্থায়ী...চিরসত্য হেতু ,
ওর আসা যাওয়া চন্দ্র সূর্যের উদয়াস্তের মত...
স্থায়ীত্ব ক্ষণিকের ,মধ্যরাতে উদয় ভোরেই অস্ত ।
চাঁদনী আলোতে সব হারায় অসীমের মাঝে....
মনের কালিমা হয়তো এভাবেই ঢাকা সাজে ,
শুভ্রতা সব দেয় ঢেকে স্বচ্ছতার চাদরে মুড়ে....
সোহাগে যতনে রেখো ঠিক আগের মতই করে ।
লক্ষ তারার মাঝে খুঁজে নিও ,পাবে তো নিশ্চিত...
আমি রব তোমার দিকে চেয়ে জীবন বড় অনিশ্চিত ,
ক্ষণিকের ভুলে ঠাঁই দিলে মনে কলুষিত করা নিজেকে...
সুখে থেকো , ভালো থেকো , সামলে রেখো আপনাকে ॥